৬ গোলের পর টাইব্রেকার, নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে স্পেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ২৪ মার্চ ২০২৫

প্রথম লেগের ম্যাচে নেদারল্যান্ডসের রটারডামে ২-২ গোলে ড্র করে এসেছিলো স্পেন। ঘরের মাঠে ভালো কিছুর প্রত্যাশায় মাঠে নেমেছিলো লামিনে ইয়ামালরা। কিন্তু এখানেও সেই সমতা। দুই দল মিলে ৬টি গোল দিলো। কিন্তু কেউ জিততে পারলো না। শেষ পর্যন্ত ১২০ মিনিটের খেলা শেষ ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে সাডেন ডেথে গিয়ে ডাচদের ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইউরো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন স্পেন। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে কিলিয়ান এমবাপের ফ্রান্সের।

বিজ্ঞাপন

স্পেনের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওইয়ারজাবাল, অন্য গোলটি করেন লামিনে ইয়ামাল। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন মেমফিস ডিপাই, পেনইয়ান মাতসেন ও জাভি সিমোন্স।

টাইব্রেকারে স্পেন এবং নেদারল্যান্ডসের হয়ে প্রথম তিন শটেই গোল হয়েছে। স্পেনের হয়ে গোল করেন মিকেল মেরিনো, ফেরান তোরেস, অ্যালেক্সি গার্সিয়া। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ভিরগিল ফন ডাইক, তেউন কুপমেইনার্স, জাভি সিমিওনে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চতুর্থ শটই মিস করেন স্পেনের লামিনে ইয়ামাল, নেদারল্যান্ডসের নোয়া ল্যাঙ। পঞ্চম শটে গোল করেন স্পেনের অ্যালেক্স বায়েনা ও নেদারল্যান্ডসের কেনেথ টেলর। ৬ষ্ঠ শটে গোল করেন স্পেনের পেদ্রি। নেদারল্যান্ডস ডেনিল মালেন শট মিস করেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।