নেশন্স লিগ

এমবাপের ফেরার ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ফ্রান্সের হার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৫ এএম, ২১ মার্চ ২০২৫

প্রায় ছয় মাসের বেশি সময় পর ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে নামলেন কিলিয়ান এমবাপে। কিন্তু অধিনায়ক হিসেবে তার প্রত্যাবর্তনটা সুখকর হলো না।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ফলে সেমির পথে অনেকটাই এগিয়ে গেছে ক্রোয়াটরা।

বিজ্ঞাপন

ম্যাচে গোলের জন্য প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ শট নিয়েছে ফ্রান্স। লক্ষ্যেও তারা বল রাখতে পেরেছে বেশি। কিন্তু জালের দেখা পায়নি।

আন্তে বুদিমিরের হেড ফ্রান্সের গোলকিপার মাইক মেনিয়ানের গায়ে লেগে প্রতিহত হলেও শেষ পর্যন্ত জালে ঢুকে যায়, যার ফলে ২৬তম মিনিটে স্বাগতিকরা লিড নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাবেক টটেনহ্যাম উইঙ্গার ইভান পেরিশিচ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিচু শটে বল জালে পাঠিয়ে ক্রোয়েশিয়ার ব্যবধান দ্বিগুণ করেন।

ক্রোয়েশিয়া আরও আগে এগিয়ে যেতে পারত, তবে অষ্টম মিনিটে আন্দ্রে ক্রামারিচের পেনাল্টি শট পায়ে ঠেকিয়ে রক্ষা করেন ফরাসি গোলরক্ষক মেনিয়ান। এছাড়া জোস্কো গভার্দিওলের দূরপাল্লার একটি জোরালো শটও আটকে দেন এসি মিলানের এই গোলকিপার।

ফ্রান্সও কিছু সুযোগ তৈরি করেছিল এবং ক্রোয়েশিয়ার গোলকিপার দোমিনিক লিভাকোভিচকে কয়েকবার পরীক্ষা নেয়। তবে তাদের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে এমবাপের প্রত্যাবর্তন মোটেই সুখকর ছিল না। ম্যাচে ছয়টি শট নিয়েও জালের দেখা পাননি রিয়াল তারকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখন ফ্রান্সের সামনে কঠিন চ্যালেঞ্জ, কারণ রোববার স্টেড দে ফ্রান্সে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে তাদের ঘুরে দাঁড়াতেই হবে।

এমএমআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।