বাংলাদেশ দলে হামজার প্রথম অনুশীলন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৯ মার্চ ২০২৫
বসুন্ধরা কিংস অ্যারেনায় হামজার অনুশীলন। ছবি: সংগৃহীত

এ যেন মনোমুগ্ধকর এক দৃশ্য। হামজা চৌধুরীর জাতীয় দলের জার্সিতে প্রথম অনুশীলনের দৃশ্য নিশ্চয়ই প্রতিটি বাংলাদেশি ফুটবল ভক্ত-সমর্থকের চোখের সামনে বহুদিন ভাসবে। আর ভাসবেই না কেন! এমন মাহেন্দ্রক্ষণের জন্যই তো তাদেরকে অপেক্ষা করতে হয়েছে বহুদিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুেফে) উতরাতে হয়েছে বহু বাধা। যে কারণে হয়তো এ স্মৃতি হয়ে থাকবে চিরঅম্লান।

অবশেষে আজ বুধবার বাংলাদেশি সমর্থকদের মনে যেন শান্তি ও স্থিরতা এসেছে। জাতীয় দলের হামজাকে অনুশীলন করতে দেখেই ভক্তদের মন আজ প্রফুল্ল, মনের ভেতরে আনন্দের ঘনঘটা।

বিজ্ঞাপন

দেশের ফুটবল অঙ্গনে বহুদিনের কাঙ্ক্ষিত দৃশ্যটি ধরা দিয়েছে আজ বুধবার সন্ধ্যা ৭টায়, যখন বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের সঙ্গে অনুশীলনে নামেন ইংলিশ লিগ শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামজা যখন বাংলাদেশের হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন অন্য ফুটবলারদের মধ্যেও যেন উৎসবের আমেজ। নতুন অথচ সম্পূর্ণ তৈরি করা একজন ফুটবলার, যাকে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনেই একজন প্রশিক্ষক হিসেবে মেনে নেওয়া যায়, সেই হামজার সঙ্গে বেশ দারুণ আনন্দেই অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা।

সূদূর ইংল্যান্ড থেকে হামজা বাংলাদেশে উড়ে এসেছেন গেল ১৭ মার্চ। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যান গ্রামের বাড়ি হবিগঞ্জে। সেখান থেকে আজ ঢাকায় ফিরে দলের সঙ্গে টিম হোটেলে ওঠেন হামজা। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরই নেমে পড়েন অনুশীলনে।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে হামজাকে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। আগামী ২৫ মার্চের ওই ম্যাচের জন্য দেশের মাটিতে শেষ প্রস্তুতি সেরে নেন ফুটবলাররা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরআই/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।