নারী চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১৯ মার্চ ২০২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদের জয়জয়কার। এটা যেন এখন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের মত নারী চ্যাম্পিয়ন্স লিগেও দাপট দেখিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদের নারী ফুটবলাররা।

পুরুষ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে অ্যাতলেতিকোকে হারিয়ে এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিতে ওঠার লড়াইয়ে রিয়ালের সামনে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল।

বিজ্ঞাপন

কাকতালীয়ভাবে হলেও, নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল মুখোমুখি। মঙ্গলবার রাতে প্রথম লেগের ম্যাচও অনুষ্ঠিত হয়ে গেছে। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে সফরকারী আর্সেনালের মেয়েদেরকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদের মেয়েরা।

ম্যাচের ২২তম মিনিটে প্রথম রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন লিন্ডা ক্যাইসেদো। ডিফেন্ডার লিহ উইলিয়ামসনকে কাটিয়ে খুব সহজেই আর্সেনালের জালে বল জড়াতে সক্ষম হন তরুণ কলম্বিয়ান স্ট্রাইকার লিন্ডা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচের ৮২তম মিনিটে গানারদের সব আশা শেষ করে দিয়ে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করেন অ্যাথেনিয়া ডেল ক্যাস্তিলো। মজার বিষয় হলো, ম্যাচের ৭৪তম মিনিটে লিন্ডার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ক্যাস্তিলো। মাঠে নেমে তিনিও গোল করলেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

নারী চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে অন্য কোয়ার্টার ফাইনালে হোঁচট খেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তারা ফরাসী ক্লাব লিওঁর কাছে হেরেছে ২-০ গোলের ব্যবধানে। লিওঁর হয়ে গোল করেন তাবিথা চাওইঙ্গা ও মেলচি দুমর্নি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।