দেশে ফিরেই ভারতকে হারানোর হুমকি হামজার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৭ মার্চ ২০২৫

প্রায় এক ঘণ্টার আনুষ্ঠানিকতা শেষ করে হামজা চৌধুরী যখন সিলেটের ওসমানী বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হলেন, তখন ইংলিশ লিগের এ তারকার অপেক্ষায় হাজার হাজার ভক্ত-সমর্থক। যাদের সামনে ছিল গণমাধ্যমের অসংখ্য ক্যামেরা তাক করা। সংবাদকর্মীদের ভীড়ও ছিল উল্লেখ করার মতো। পেছন থেকে ধেয়ে আসছিল ‘হামজা, হামজা’ স্লোগান।

কেবল স্থানীয় সাংবাদিকরাই নন, হামজার আগমনের খবর সংগ্রহের জন্য ঢাকা থেকেও সিলেট গিয়েছেন এক দল সংবাদকর্মী। সবার অপেক্ষার অবসান শেষ করে হামজা বের হয়ে কয়েক মিনিটের জন্য তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুরুতেই তাঁকে বলতে শোনা যায় ‘এমাজিং এমাজিং (চমৎকার)’।

বিজ্ঞাপন

বাংলাদেশে আরো এসেছেন হামজা। তবে সোমবারের এই আসার মাজেজা অন্যরকম। এই প্রথম তিনি আসলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে ম্যাচ খেলতে। তাও বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এই ম্যাচ হবে ২৫ মার্চ ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে।

স্বাভাবিকভাবেই গণমাধ্যমের প্রশ্ন ছিল ভারত ম্যাচ নিয়ে। ভারতের বিপক্ষে তিনি কী করতে চান, এমন প্রশ্নের উত্তরে হামজা চৌধুরী একাধিকবার বাংলায় উচ্চারণ করেন, ‘ইনশাল্লাহ আমরা ভারতের বিপক্ষে উইন (জয়) করবো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশে এসে এত মানুষের উচ্ছাস থেকে ভালো লাগার কথাও বলেছেন হামজা। তবে বাফুফের আয়োজনে ছিল দুর্বলতা। যে কারণে গণমাধ্যমের সামনে এসে কথা বলতে হিমশিম খেতে হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলারকে।

আরআই/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।