এবার আর্সেনালের সঙ্গে ড্র করলো সেই পিএসভি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৩ মার্চ ২০২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের মাঠে গিয়ে খেলেছিল আর্সেনাল। ওই ম্যাচে স্বাগতিকদের গোলবন্যায় ভাসিয়েছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টরা। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল ব্যবধানে জিতে বাড়ি ফিরে এসেছে তারা।

৭-১ গোলে জয়, চোখ বন্ধ করে বলে দেয়া যায়- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত আর্সেনালের। ফিরতি লেগের ম্যাচ হবে শুধু নিয়মরক্ষার। পিএসভি কর্তৃপক্ষও বিষয়টা বুঝতে পেরে তাদের দর্শকদের, যারা লন্ডনে এসে আর্সেনাল ও পিএসভির ফিরতি পর্বের ম্যাচ দেখবে, তাদেরকে টিকিটে কিছু ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছিল।

তবে বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে দর্শকদের হতাশ হতে হয়নি। কোয়ার্টার ফাইনালে যেতে পারবে না জেনে বেশ ভালো খেলা উপহার দিয়েছে পিএসভি ও আর্সেনাল। ম্যাচ শেষ হয়ে ছে ২-২ গোলের সমতায়। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৯-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠলো গানাররা। যেখানে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।

আর্সেনালের হয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করেন ওলেকজান্ডার জিঙ্কসেঙ্কো। ১৮তম মিনিটে পিএসভিকে সমতায় ফেরান ইভান পেরিসিক। ৩৭ মিনিটে আবারও আর্সেনালকে লিড এনে দেন ডেকলান রাইস। ৭০তম মিনিটে পিএসভিকে আবারও সমতায় ফেরান চুহাইব দ্রিউখ। শেষ পর্যন্ত ২-২ গোলেই শেষ হয় আর্সেনাল-পিএসভি ম্যাচ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।