৭-১ গোলে হার: দর্শকদের ক্ষতিপূরণ দেবে পিএসভি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ মার্চ ২০২৫

উয়েফা চাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরেছে পিএসভি আইন্দোভেন। এতবড় পরাজয়ের পর পিএসভি যে কোয়ার্টার ফাইনালে উঠছে না, তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

ফিরতি লেগের ম্যাচ খেলতে আজ আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আসবে পিএসভি। এই ম্যাচটি যে অনেকটাই নিয়মরক্ষার, সেটা স্পষ্ট হয়ে গেছে। অন্তত ৭ গোলের ব্যবধানে পিএসভি জিততে না পারলে কোয়ার্টারে উঠতে পারবে না তারা। কাজটা পুরোপুরি অসম্ভব, তা পিএসভিও বুঝে গেছে।

কিন্তু সমস্যা বেধেছে অন্য জায়গায়। পিএসভির অ্যাওয়ে ম্যাচ দেখার জন্য এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ডাচ দর্শক ম্যচের টিকিট কেটেছেন। নেদারল্যান্ডস থেকে লন্ডন সফর করার জন্য বিমানের টিকিটও কেটে ফেলেছেন অনেকে। তো, যেখানে নিশ্চিত যে ম্যাচটি হতে যাচ্ছে নিয়মরক্ষার এবং পিএসভির কোনো সম্ভাবনাই নেই, সেখানে এত অর্থ ব্যায় করে কেন ভক্ত-সমর্থকরা খেলা দেখতে যাবেন!

বিষয়টা ভাবিয়ে তুলেছে পিএসভি কর্তৃপক্ষকেও। প্রথম ম্যাচে ১-৭ গোলে হারের কারণে অস্বস্তিতেও ভুগছে তারা। এ কারণে পিএসভি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তাদের যে সব সমর্থক লন্ডন গিয়ে খেলা দেখবে তাদেরকে টিকিটের ক্ষেত্রে কিছু ক্ষতিপূরণ দেয়া হবে।

পরিমাণটাও জানিয়ে দিয়েছে পিএসভি। টিকিটের মূল্য বাবদ ২ লাখ ১৮ হাজার ৫৫০ ডলারের (২ লাখ ইউরো) বেশি ক্ষতিপূরণ দেবে তারা।

টিকিটসহ সমর্থকদের কাছে পাঠানো এক ইমেইলে পিএসভি লিখেছে, ‘গত সপ্তাহে ঘরের মাঠে আর্সেনালের সঙ্গে যে বাজে ফলাফল হয়েছে, তারপরও আপনার সমর্থন এবং উপস্থিতি অনেক বেশি প্রশংসাযোগ্য।’

আর্সেনালের কাছে বিধ্বস্ত হওয়ার পর গত শনিবার হিরেনভিনের বিপক্ষে ২-১ গোলে জয় দিয়ে আবারও মাঠে ফিরেছে পিএসছি। এই ম্যাচ দিয়ে ১১ মাস ইনজুরি কাটিয়ে ফিরে এসেছেন মার্কিন ডিফেন্ডার সার্জিনো ডেস্ট।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।