ইন্টার মিয়ামিকে শেষ ষোলোতে পৌঁছে দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রথম লেগে তার একমাত্র গোলেই জিতেছিল দল। দ্বিতীয় লেগেও গোল পেলেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে মেসি-সুয়ারেজের যুগলবন্দীতে সিএফ স্পোর্টিং কানসাস সিটিকে ৩-১ গোলে হারিরেয়েছে ইন্টার মিয়ামি।

দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ১৬-তে পৌঁছে গেছে ইন্টার মিয়ামি।

বিজ্ঞাপন

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে দুর্দান্ত গোলে ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। মেসি প্রথমে সুয়ারেজকে থ্রু-পাস দেন, এরপর সুয়ারেজের পাস নিজের বুকে নিয়ন্ত্রণ নিয়ে দারুণ শটে বল জালে পাঠান।

দ্বিতীয় গোলেও রয়েছে মেসির অবদান। আর্জেন্টাইন জাদুকরের নিখুঁত পাস জর্দি আলবার কাছে পৌঁছালে তিনি বল বাড়িয়ে দেন আলেন্দেকে, যিনি ৪৫তম মিনিটে গোলটি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর ঠিক দুই মিনিট পর, কানসাস সিটির জেকব ডেভিসের ভুল স্পর্শের সুযোগ নিয়ে সুয়ারেজ কঠিন এক শট নেন, যা গোলকিপার পালস্কাম্পকে পরাস্ত করে জালে প্রবেশ করে।

চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হয়, যা জুনে শুরু হবে। এই টুর্নামেন্টে ইন্টার মিয়ামি ছাড়াও ইউরোপীয় পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিসহ ৩২টি দল অংশ নেবে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।