বৃহস্পতিবার একুশে পদক গ্রহণ করবেন সাবিনারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

এ বছরের একুশে পদক প্রদান করা হবে বৃহস্পতিবার। সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশিষ্টজনদের পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদকের জন্য মনোনীত হয়েছে।

প্রথমে নারী ফুটবল দলের ১১ জনকে পদক প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাফুফে কোন ১১ জনকে পাঠাবে, তা নিয়ে বিপাকে পড়েছিল। পরে বাফুফে দলের ৩২ সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করে সংস্কৃতি মন্ত্রণালয়কে।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ২৩ ফুটবলার ও কোচ-কর্মকর্তাসহ বাকি ৯ জনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে মন্ত্রণালয়। এর বাইরে বাফুফে কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে ৭টি আমন্ত্রণপত্র।

অনুষ্ঠানে দলের সবাই আমন্ত্রণ পেলেও মঞ্চে উঠে পদক গ্রহণ করবেন শুধু অধিনায়ক সাবিনা খাতুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।