শুরুর গোলে টটেনহ্যামের জয়, আরও বিপর্যয়ে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রিমিয়ার লিগে অভিজ্ঞ জেমস ম্যাডিসনের প্রথমার্ধের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার।

ঘরের মাঠে ১-০ গোলের এই জয়ে অ্যাঞ্জ পোস্টেকোগলুর দল রুবেন আমোরিমের ইউনাইটেডকে পেছনে ফেলে ১২তম স্থানে উঠে এসেছে, আর পরাজিত দলটি লিগ টেবিলের ১৫তম স্থানে নেমে গেছে।

বিজ্ঞাপন

অভিজ্ঞ মিডফিল্ডার ম্যাডিসনের প্রত্যাবর্তন টটেনহ্যামকে শক্তি যোগায়, এবং ম্যাচের ১৩তম মিনিটে ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানার হাত থেকে ফিরিয়ে দেওয়া লুকাস বার্গভালের শটটি তিনি রিবাউন্ড থেকে জালে জড়ান। এটি ছিল নভেম্বরের শুরু থেকে টটেনহ্যামের ঘরের মাঠে প্রথম লিগ জয়।

তবে ইউনাইটেডের সুযোগ ছিল সমতা ফেরানোর, কিন্তু টটেনহ্যামের গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আলেহান্দ্রো গারনাচোর শক্তিশালী শট প্রতিহত করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথমার্ধে বক্সের ভেতরে ফাঁকা পেয়ে গারনাচো বল বারের উপর দিয়ে মারেন, যা ইউনাইটেডের জন্য বড় সুযোগ নষ্টের একটি উদাহরণ। পরে জোশুয়া জির্কজিও কাছ থেকে হেড নিলে লক্ষ্যভ্রষ্ট করেন।

রুবেন আমোরিমের ম্যানইউ এখন গভীর সমস্যায়। ইনজুরির কারণে তাদের বেঞ্চে অভিজ্ঞতার অভাব ছিল, যেখানে আটজন কিশোর ফুটবলার ছিলেন, যাদের কেউই আগে সিনিয়র দলে খেলেননি। দলের ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছেন কোচ আমোরিম।

অন্যদিকে, এই জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছে টটেনহ্যাম কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলুর জন্য, যাদের পারফরম্যান্সও সম্প্রতি হতাশাজনক ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

পরবর্তী ম্যাচগুলোতে ইউনাইটেড কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি তাদের দুর্দশা আরও বাড়বে; তা সময়ই বলে দেবে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।