দ্বিতীয় কোয়ালিফায়ার

টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠালো চিটাগং

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি চিটাগং কিংস আর খুলনা টাইগার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অর্থাৎ মেহেদী হাসান মিরাজের খুলনা আগে ব্যাটিং করবে।

এই ম্যাচে যে দল হারবে, তারাই বাদ পড়বে। রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে এসেছে খুলনা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরে এই ম্যাচে এসেছে চিটাগং কিংস।

বিজ্ঞাপন

আজ যে দল জিতবে, তারা বরিশালের বিপক্ষে ফাইনাল খেলবে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।