টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএলে শুরু হয়েছে প্লে-অফের খেলা। এলিমিনেটর ম্যাচে আজ সোমবার রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। দুই দলেরই টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ। যে দল হারবে, তারাই বাদ পড়বে।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। জানিয়ে দিয়েছেন আগে ব্যাটিং করবেন তারা। অর্থাৎ আগে বোলিং করবে মেহেদী হাসান মিরাজের দল।

বিজ্ঞাপন

রংপুর রাইডার্স একাদশ
সৌম্য সরকার, জেমস ভিন্স, সাইফ হাসান, শেখ মেহেদী, টিম ডেভিড, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও অধিনায়ক), আন্দ্রে রাসেল, মোহাম্মদ সাইফুদ্দিন, রকিবুল হাসান, আকিফ জাভেদ, নাহিদ রানা।

খুলনা টাইগার্স একাদশ
মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, অ্যালেক্স রস, শিমরন হেটমায়ার, মাহিদুল ইসলাম অ্যাঙ্কন (উইকেটরক্ষক ও অধিনায়ক), জেসন হোল্ডার, মোহাম্মদ নওয়াজ, মুসফিক হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।