ইমনের ৮ ছক্কা, শামীমের শেষের ঝড়ে চিটাগংয়ের বিশাল পুঁজি

পারভেজ হোসেন ইমনের সঙ্গে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির নানা সমস্যা। মাঠের ক্রিকেটে ইমন কি সেই ঝাঁঝই মেটালেন? বিধ্বংসী ব্যাটিংয়ে মিরপুর শেরে বাংলা আলোকিত করলেন বাঁহাতি এই ওপেনার। একাই হাঁকালেন ৮ ছক্কা।
ইমনের ৪১ বলে ৭৫ রানের ইনিংসের পর শেষদিকে শামীম পাটোয়ারী আর হায়দার আলির ক্যামিওতে ৪ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহই গড়ে ফেলেছে চিটাগং কিংস। অর্থাৎ শীর্ষে থাকা ফরচুন বরিশালের জিততে হলে করতে হবে ২০৭।
শেরে বাংলায টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে চিটাগং। দ্বিতীয় ওভারে তাইজুল ইসলামকে টানা দুই বলে ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন। চতুর্থ ওভারে মোহাম্মদ ইমরানকে টানা দুই বলে দুই ছক্কা মারেন খাজা নাফে।
চিটাগং প্রথম ৩৭ রানের ৩০-ই নেয় ছক্কা থেকে (৫ ছক্কায়)। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৫ রান তুলে ফেলেন পারভেজ ইমন আর খাজা নাফে। রানরেট ছিল ৯.১৭!
তাদের ৪১ বলে ৫৮ রানের জুটিটি ভাঙেন মোহাম্মদ নবি। ১৯ বলে ২২ করে আউট হন খাজা নাফে। তবে পারভেজ ইমন বিধ্বংসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ৩১ বলে ছক্কা হাঁকিয়েই।
অবশেষে মারকুটে ইমনকে থামান এবাদত হোসেন। ৪১ বলে ৭৫ রানের ইনিংসে ১টি চারের সঙ্গে ৮টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ওপেনার। পরের ওভারেই ২১ বলে ২৬ করে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন গ্রাহাম ক্লার্ক। ৩ বলে ১ রানে তাইজুলের দ্বিতীয় শিকার হন মোহাম্মদ মিঠুন।
এরপর ১৯ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি শামীম আর হায়দারের। শামীম ১২ বলে ৩ চার আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩০ রানে। ২৩ বলে ৩টি করে চার-ছক্কায় হার না মানা ৪২ করেন হায়দার।
তাইজুল ইসলাম ২ উইকেট পেলেও খরচ করেন ৪৬ রান।
এমএমআর/জেআইএম