টস জিতে খুলনার বিপক্ষে ব্যাট করছে ঢাকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

 

বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো ঢাকা ক্যাপিটালসের। তবে খুলনা টাইগার্সের সামনে আজ শেষ সুযোগ। সেরা চারে থাকতে হলে ঢাকাকে হারাতেই হবে। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করে এবারের আসরকে কিছুটা হলেও স্মরনীয় করে রাখতে চায় শাকিব খানের দল।

বিজ্ঞাপন

আজ ঢাকাকে হারাতে পারলেই সেরা চার নিশ্চিত হয়ে যাবে খুলনা টাইগার্সের। সে ক্ষেত্রে বিদায় নেবে আলোচিত দল দুর্বার রাজশাহী। পয়েন্ট সমান হলেও খুলনার রান রেট বেশি। রাজশাহীর রানরেট এমনিতেই রয়েছে মাইনাস অবস্থায়।

এমন সমীকরণ সামনে নিয়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি দুই দল- ঢাকা এবং খুলনা। টস করতে নেমে খুলনার বিপক্ষে জিতলেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ রিপোর্ট লেখার সময় টস জিতে ব্যাট করতে নামা ঢাকার রান ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯। লিটন ৬ বল খেলে ১ রান করেন। ৬ বলে ১৮ রান করেছেন তানজিদ তামিম।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।