অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। শুক্রবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার তরুণীদের ১১ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়া নারী ক্রিকেটাররা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। কাওমি ব্রে’র ৩৬ এবং এলা ব্রিসকোর অপরাজিত ২৭ রান সত্ত্বেও খুব অল্প রানে থেমে যেতে হয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার বোলার অ্যাশলে ফন উইক ৩ ওভারে ১৭ রান দিয়ে একাই নেন ৩ উইকেট।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে শুরুতে দ্রুত ২ উইকেট হারালেও প্রোটিয়া নারী ক্রিকেটাররা খেই হারায়নি। ওপেনার জেমা বোথা এবং মিডল অর্ডার ও অধিনায়ক কায়লা রেয়েনেক-এর দৃঢ়তায় সহজেই লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। জেমা বোথা ২৪ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন। ২৬ বলে ২৬ রান করেন কায়লা রেয়েনেক। ১৯ রান করেন কারাবো মেসো।

শেষ পর্যন্ত ১৮.১ ওভারে (১১ বল হাতে রেখে) ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে প্রোটিয়া নারীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।