হঠাৎ মাঠে ঢুকে মিরাজকে জাপটে ধরলেন এক ভক্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

বকেয়া পারিশ্রমিক নিয়ে রং-তামাসাসহ মাঠের বাইরের নানা নেতিবাচক আলোচনায় টালমাটাল এবারের বিপিএল। এর মধ্যে মাঠেও ঘটে গেলো অপ্রীতিকর এক ঘটনা। হুট করে মাঠে ঢুকে মেহেদী হাসান মিরাজকে জড়িয়ে ধরলেন এক ভক্ত।

ঘটনা বৃহস্পতিবার বিকেল ৪ টা ২৭ মিনিটের। শেরে বাংলায় চলছে রংপুর রাইডার্স আর খুলনা টাইগার্সের ম্যাচ।

বিজ্ঞাপন

রংপুরের ব্যাটিংয়ের সময় ইনিংসের ১১ নম্বর ওভারের শেষ বলে মাঠের পশ্চিম-দক্ষিণ দিক থেকে এক মিরাজ ভক্ত দৌড়ে ঢুকে গেলেন মাঠে। তার লক্ষ্যই ছিল মিরাজকে জড়িয়ে ধরা। তিনি আর দেরি না করে মাঠের পূর্ব দিকে ফিল্ডিং করতে থাকা খুলনা টাইগার্স অধিনায়ককে জাপটে ধরলেন।

ততক্ষণে নিরাপত্তা কর্মীরাও তাকে ধরতে ঢুকে গেছে মাঠের ভেতরে। বিসিবির নিরাপত্তাকর্মীদের পাশাপাশি পুলিশ বাহিনীর ২ জন সদস্য সেই অতি উৎসাহী ভক্তকে ধরে টেনে নিয়ে গেছেন মাঠের বাইরে।

এবারই প্রথমবার নয়। এর আগেও বিপিএলের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন ঘটনা দেখা গেছে। এত নিরাপাত্তা বেষ্টনী ভেদ করে কী করে ভক্তরা অনায়াসে ঢুকে পড়েন, আর বিপিএলে এমন ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে কতটা নেতিবাচক ধারণা তৈরি করবে, সেই কথাটাও ভাবা উচিত আয়োজকদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এআরবি/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।