নাইম শেখের সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে খুলনার পুঁজি ২২০

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

চলতি বিপিএলে আরও একবার দলীয় সংগ্রহ ২০০ ছাড়ালো খুলনা টাইগার্সের। নাইম শেখের সেঞ্চুরিতে এবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২২০ রান তুলেছে খুলনা। জিততে হলে রংপুরকে করতে হবে ২২১ রান।

শেরে বাংলায় আজ বৃহস্পতিবার খুলনার বাঁচা-মরার লড়াই। ডু অর ডাই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নাইম শেখের সঙ্গে ওপেন করে বিধ্বংসী হয়ে খেলার চেষ্টাও করেন তিনি।

বিজ্ঞাপন

মিরাজের ইনিংসটা অবশ্য বড় হয়নি। প্রথম ওভারেই ১৬ রান তোলা মিরাজ আউট হয়ে গেছেন ১২ বলে ২১ রান করে। অ্যালেক্স রস ১৪ বলে ১২ রান করে আউট হন।

২১ বলে ৩৬ রান করে খুলনাকে বড় পুঁজি গড়ার পথে সহায়তা করেন উইলিয়ান বসিস্টো। তৃতীয় উইকেটে নাইম শেখের সঙ্গে ৪৭ বলে ৮৮ রানের জুটি করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অংকনকে নিয়ে আরও একটি ঝোড়ো জুটি করেন নাইম। এই জুটিতে তারা যোগ করেন ৩২ বলে ৭০ রান। ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন নাইম।

১৫ বলে ২৯ রান করে অংকন আউট হলে জুটি ভাঙে। শেষ পর্যন্ত নাইম শেখ অপরাজিত থাকেন ৬২ বলে ১১১ রানে। ৭ চারের সঙ্গে হাঁকান ৮টি ছক্কা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রংপুরের হয়ে ১টি করে উইকেট শিকার করেন শেখ মেহেদী, আকিফ জাভেদ ও ইফতেখার আহমেদ।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।