বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

হারলেই বাদ। খুলনা টাইগার্সের ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স। বাঁচা-মরার লড়াইয়ে আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছে রংপুর। এই ম্যাচ জিতলে কোনো হিসাব-নিকেশ ছাড়াই প্রথম কোয়ালিফায়ারে খেলবে নুরুল হাসান সোহানের দল।

বিজ্ঞাপন

অন্যদিকে আজকের পরও একটি ম্যাচ বাকি আছে খুলনার। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে দুটি ম্যাচেই জিততে হবে মেহেদীর দলের।

১১ ম্যাচে রংপুরের পয়েন্ট ১৬। ১০ ম্যাচে খুলনা মালিক হয়েছে ৮ পয়েন্টের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।