খুলনা হারলেই কেটে যাবে সমীকরণের সব জটিলতা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ৩০ জানুয়ারি ২০২৫

ফরচুন বরিশালের কোনো হিসাব-নিকেশ নেই। তামিম ইকবালের দল আগেই সব ঝামেলা চুকিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলেছে।

রংপুর রাইডার্সেরও প্লে-অফ নিশ্চিত। তবে এখনো প্রথম কোয়ালিফায়ার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে শেষ ম্যাচ জিতলে কোনো হিসাব-নিকেশ ছাড়াই প্রথম কোয়ালিফায়ারে খেলবে নুরুল হাসান সোহানের দল।

বিজ্ঞাপন

প্রথম কোয়ালিফায়ারে কারা খেলবে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে প্লে-অফে কারা যাবে তা নিয়ে। শেষ দুই স্থানের জন্য লড়াইয়ে আছে তিনটি দল- দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও চিটাগং কিংস।

গ্রুপ পর্বে এখনো ৪টি ম্যাচ বাকি। তবে কারা প্লে-অফ খেলবে, তা নিশ্চিত হতে সবগুলো খেলা দেখার দরকার নাও হতে পারে। আজ বৃহস্পতিবারের প্রথম ম্যাচই ঠিক করে দিতে পারে, শেষ চারে কারা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে রংপুরের মুখোমুখি হবে খুলনা। এই ম্যাচে হারলেই বাদ পড়বে খুলনা। অন্যদিকে নিশ্চিত হয়ে যবে প্লে-অফের চার দল। অর্থাৎ চিটাগং ও রাজশাহী যুক্ত হবে রংপুর-বরিশালের সঙ্গে।

খুলনার বিপক্ষে জিতলে প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হয়ে যাবে রংপুরের। তবে চিটাগং কোনো এক ম্যাচ হেরে গেলে কোনো পয়েন্ট না করেও কোয়ালিফায়ারে যাবে সোহানের দল। সেক্ষেত্রে আগামী ৩ ফেব্রুয়ারি বরিশালের মুখোমুখি হবে তারা।

আর যদি খুলনাকে হারাতে না পারে রংপুর এবং চিটাগং শেষ দুই ম্যাচ জিতে যায়, তাহলে প্রথম কোয়ালিফায়ার খেলবে চিটাগং। সেক্ষেত্রে খুলানার পরবর্তী ম্যাচ দেখার অপেক্ষায় থাকতে হবে রাজশাহীকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।