সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড বরিশালের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

ঢাকা ক্যাপিটালস ৭৩ রানে অলআউট হওয়ার পরই প্রমাদ গোনা শুরু হয়, কত দ্রুত জয় তুলে নিতে পারে ফরচুন বরিশাল। তবে, কেউ ভাবেনি তামিম ইকবালের দল মাত্র ৬.৩ ওভারেই জয় তুলে নেবে। যা বিপিএলে রীতিমত রেকর্ড।

বিপিএলের ইতিহাসে এত বেশি বল হাতে রেখে জিততে পারেনি কোনো দল। সে ক্ষেত্রে জয়ের নতুন এই রেকর্ড গড়লো ফরচুন বরিশাল।

বিজ্ঞাপন

আজ বুধবার রাতে শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৯ উইকেটের জয়ের পথে ৮১ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় তামিমের ইকবালের দল। ডেভিড মালান ১৬ বলে ৩৭ এবং তামিম ইকবাল ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

বিপিএলে এর আগের রেকর্ডটি ছিল ঢাকা ডায়নামাইটসের। ২০১৭ সালে সিলেট সিক্সার্সের বিপক্ষে তারা জয় তুলে নিয়েছিলো ৭৩ বল হাতে রেখে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।