মাত্র ৩৯ বলেই ঢাকাকে হারিয়ে দিলো বরিশাল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

লক্ষ্য মাত্র ৭৪ রানের। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখি ব্যাটিং করলেন ডেভিড মালান ও তামিম ইকবাল। মাত্র ১৬ বলে ৩৭ রান করলেন ইংলিশ ব্যাটার মালান। ফলে ৭৪ রানের লক্ষ্য তাড়া করতে মাত্র ৬.৩ ওভার (৩৯ বল) খেললো ফরচুন বরিশাল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮১ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল।

আজ দিনের শুরুতেই বরিশালকে শীর্ষে এন দিয়েছিলো চিটাগং কিংস। রংপুর রাইডার্সকে হারিয়েছিলো তারা। ফলে নিজেরা যেমন প্লে-অফের দৌড়ে চলে আসলো, তেমনি চিটাগংয়ের কাছে হেরে রান রেট কমে গেলো রংপুরের। যে কারণে, এমনিতেই শীর্ষে উঠে গিয়েছিলো ফরচুন বরিশাল।

বিজ্ঞাপন

এবার ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্টের ভিত্তিতে এককভাবে শীর্ষস্থান তো নিরঙ্কুশ করলোই তারা, সে সঙ্গে রানরেটও বাড়িয়ে নিলো অনেক বেশি। সুতরাং, শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা এখন প্রায় নিশ্চিত করে ফেললো বর্তমান চ্যাম্পিয়নরা।

দিনের শুরুতে চিটাগং কিংসের জয়ে এমনিতেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো ঢাকা ক্যাপিটালসের। বরিশালের বিপক্ষে মাঠে নামার আগেই সব সম্ভাবনা শেষ হয়ে যায়। খেলতে নামে তারা তাই ভঙ্গুর মন নিয়েই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমন ম্যাচে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তানভির ইসলাম, মোহাম্মদ নবি এবং ফাহিম আশরাফের বোলিং তোপে ১৫.৩ ওভারেই ৭৩ রানে অলআউট হয় ঢাকা। এই তিন বোলারই নেন ৩টি করে উইকেট।

জবাবে ৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বলে ১৫ রান করা তাওহিদ হৃদয়ের উইকেট হারায় শুধু বরিশাল। ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ৪টি বাউন্ডারি মারেন তিনি। ডেভিড মালান ১৬ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৭ রানে। একমাত্র উইকেটটি নেন মোস্তাফিজুর রহমান।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।