বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসের জয়ে ঢাকা ক্যাপিটালসের এবারের বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৬। বাকি দুই ম্যাচ জিতে ১০ পয়েন্ট অর্জন করলেও তারা সেরা চারে থাকতে পারবে না। ফলে, বিদায় নিশ্চিত হলো শাকিব খানের দলের।

অন্যদিকে চিটাগাং কিংসের হারে পয়েন্ট সমান থাকলেও রান রেটে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে এমনিতেই শীর্ষে উঠে গেছে ফরচুন বরিশাল। সুতরাং, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ফরচুন বরিশাল তাদের ১১তম ম্যাচ খেলতে মাঠে নেমেছে শীর্ষে থেকেই।

বিজ্ঞাপন

ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারলে শীর্ষস্থানে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করে নিতে পারবে তামিম ইকবালের দল। এমন সমীকরণ সামনে নিয়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমে টস জিতলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই বিপদে ঢাকা। ৩৪ রানেই হারিয়ে উপরের সারির সেরা চার ব্যাটারকে। ফাহিম আশরাফ, তানভির ইসলাম আর মোহাম্মদ নবির বোলিং তোপে টালমাটাল ঢাকার ব্যাটিং। এ রিপোর্ট লেখার সময় ঢাকার রান ৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৭। জিন পিয়েরে কোৎজে ২ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট করছেন ২ রান নিয়ে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।