গলে শ্রীলঙ্কাকে শাসন করছে অস্ট্রেলিয়া
![গলে শ্রীলঙ্কাকে শাসন করছে অস্ট্রেলিয়া](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/australia-20250129175316.jpg)
গল টেস্টের প্রথম দিনে একচ্ছত্র দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। ২ উইকেটে ৩৩০ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে অসিরা। উইকেটে আছেন উসমান খাজা ও স্টিভ স্মিথ। দুজনই হাঁকিয়ে ফেলেছেন সেঞ্চুরি।
আজ বুধবার গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। তরুণ স্যাম কনস্টাসের পরিবর্তে অসি শিবিরের ইনিংস ওপেন করেন মারকুটে ব্যাটার ট্রাভিস হেড। এসেই নিজের সক্ষমতার জানান দেন তিনি। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেন বাঁহাতি ব্যাটার। ৩৫ বলে হাঁকান ফিফটি।
খাজার সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৮ বলে ৯২ রান তুলে আউট হন হেড। অর্থাৎ ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন দুই অসি ওপেনার। প্রবাধ জয়সুরিয়ার বলে দিনেশ চান্দিমালের হাতে ক্যাচ হওয়ার আগে করেন ৪০ বলে ৫৭ রান (১০ চার ১ ছক্কায়)।
দ্বিতীয় উইকেটে মারনাস লাবুশেনের সঙ্গে ৪৩ রানের জুটি করেন খাজা। লাবুশেন উইকেটে থিতু হলেও বেশিদূর এগোতে পারেননি। ৫০ বলে ২০ রান করে জেফ্রে ভ্যান্ডারসে বলে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে।
তৃতীয় উইকেটে ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ খাজা ও স্মিথ। দুজনই হাঁকান সেঞ্চুরি। ২১০ বলে ১৪৭ রানে অপরাজিত আছেন খাজা। স্মিথ খেলছেন ১৮৮ বলে ১০৪ রান নিয়ে। টেস্ট ক্যারিয়ারে ৩৫তম সেঞ্চুরি হাঁকানোর সঙ্গে ১০ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন স্মিথ।
শ্রীলঙ্কার হয়ে প্রবাধ জয়সুরিয়া ১০২ রানে ও জেফ্রে ভ্যান্ডারসে ৯৩ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন
এমএইচ/