ইফতেখারের ফিফটিতে মান বাঁচানো পুঁজি রংপুরের
![ইফতেখারের ফিফটিতে মান বাঁচানো পুঁজি রংপুরের](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/rangpur-20250129152602.jpg)
রংপুর রাইডার্সের প্লে-অফ নিশ্চিত হলেও এখনো কোয়ালিয়ারে খেলা নিশ্চিত নয়। হিসাব-নিকেশ ছাড়া যদি তারা প্রথম কোয়ালিফায়ারে খেলতে চায়, তাহলে বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই হবে। এমতাবস্থায় আজ বুুধবার চিটাগং কিংসের মুখোমুখি হয়েছে রংপুর। এই ম্যাচে ব্যাটিংটা ভালো হয়নি নুরুল হাসান সোহানের দলের।
পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদের লড়াইকু ফিফটিতে কেবল মান বাঁচানো পুঁজি পেয়েছে রংপুর। ৫ উইকেটে তুলেছে ১৪৩ রান। অর্থাৎ জিততে হলে চিটাগংককে করতে হবে ১৪৪ রান।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারায় রংপুর। ওপেনার স্টেফেন টেইলর ৭ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। ৮ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন সাইফ হাসান। সৌম্য সরকার থামেন ১৭ বলে ২৩ রান করে।
টেকেননি অধিনায়ক নুরুল হাসান সোহান (২১ বলে ৯) ও ইরফান শুক্কুরও (২ বলে ১)। ৬৮ রানে ৫ উইকেট হারায় রংপুর। এরপর শেখ মেহেদীকে নিয়ে ষষ্ঠ উইকেটের জু্টিতে ৪৭ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জু্টি করে রংপুরের মান বাঁচান ইফতেখার।
৪৭ বলে হার না মানা ৬৫ রান (৭ চার ও ৩ ছক্কা) করেন ইফতেখার। ২০ বলে ২২ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী।
বল হাতে চিটগংয়ের হয়ে ৪৪ রানে ২ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও শামীম হোসেন।
এমএইচ/