পারভেজ ইমনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির দুর্ব্যবহার, যা বললো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক জটিলতা তৈরি করায় বেশ টালটামাল অবস্থা দেখা দিয়েছে। দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা হাতে চেক পেয়েও টাকা তুলতে পারছেন না। বারবার চেক বাউন্স করছে।

পারিশ্রমিক সমস্যা আছে চিটাগং কিংস দলেও। বাঁহাতি ওপেনার পারভেজ হোসেনকে টাকা না দেওয়ার কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী। দেশের একটি জাতীয় দৈনিকে তিনি ইমনকে নিয়ে কটুক্তি করে বলেন, ‘আমার টাকা কি গাছে ধরে? আমাকে সন্তুষ্ট করতে পারেনি তাই টাকা দেইনি। যথাযথ ব্যাখ্যা পেলে পরে সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বসেছিল বিসিবি। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম অবশ্য জানান, অসুস্থ থাকায় এই বৈঠকে উপস্থিত ছিলেন না সামির।

তবে বিপিএল খেলা একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছে না বিসিবি। নাজমুল আবেদীন বলেন, ‘সব ক্রিকেটারই আমাদের ছেলে। জাতীয় দলের হোক বা না হোক। বিপিএল খেলা সবাই হাইপ্রোফাইল ক্রিকেটার। তাই যে-ই দুর্ব্যবহারের স্বীকার হোক, সেটা আমাদের কনসার্নের ব্যাপার থাকবেই। অবশ্যই আমরা ভালোভাবে নেইনি। জাতীয় দলের একজন ক্রিকেটার এমন কিছুর সম্মুখীন হবে, তা আমরা কেউই চাইনি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফাহিম যোগ করেন, ‘আমরা এমন কিছু আশা করি না যে এরকম মন্তব্য কেউ করবেন। একটা দল বা ক্রিকেটার ভালো-খারাপ খেলতে পারেন। আমি বিশ্বাস করি, যাকে নিয়ে কথা হয়েছে তার মতো একজন ক্রিকেটার নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই গ্রেট খেলাটির এটি একটি শিক্ষা যে, সবাই সবাইকে সম্মান দেবে। এটা থাকাটা জরুরি।’

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।