আবারও রাজশাহীর চেক বাউন্সের অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

চলতি বিপিএলে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজির নাম কী? এই প্রশ্নের উত্তর সবারই প্রায় এক রকম হবে, দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করে ব্যাপক আলোচনায় এসেছে দলটি।

পেমেন্ট না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন ক্রিকেটাররা, দিতে পারছিলেন না হোটেল ফি। এমনকি একটি ম্যাচও বয়কট করেন বিদেশি ক্রিকেটাররা। বিদেশিদের ম্যাচ বয়কটের দিনে বাধ্য হয়ে দেশি ক্রিকেটারদের হাতে চেক তুলে দিয়েছিল রাজশাহী। তবে ওই চেক আবারও বাউন্সের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর কিছু ক্রিকেটার এমন অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে ক্রিকেটারদের ধৈর্য্য ধারণের কথা বলেছেন রাজশাহীর মালিকপক্ষ। ক্রিকেটারদের তারা আশ্বস্ত করেছেন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারণ, বেশিরভাগ একাউন্ট পে-চেক জমা হয়েছে আগেরদিন সোমবার। স্বাভাবিক নিয়মে আজ দুপুরের পর তা ক্যাশ হওয়ার কথা। অর্থাৎ সন্ধ্যার মধ্যেই জানা যাবে, রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা চেক ক্যাশ করতে পেরেছেন কি না।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।