বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫

সর্বশেষ দূর্বার রাজশাহীর বিপক্ষে রেকর্ডের পর রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটালস। ২৫৪ রানের বিশাল স্কোরের রেকর্ড গড়েছিলো তারা। লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের ২৪১ রানের রেকর্ড জুটিরও জন্ম দেয় তারা। ম্যাচে জয় পেয়েছিলো ১৪৯ রানের বিশাল ব্যবধানে।

এবারের বিপিএলে ঢাকার ওটাই প্রথম জয়। অন্যদিকে ৫ ম্যাচ খেলে জিতছে ৩টিতে। ৬ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে তারা। এবারের বিপিএলে দল দুটি আজই প্রথম মুখোমুখি হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে এরই মধ্যে টস হয়ে গেছে।

বিজ্ঞাপন

টস জিতলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। নিজ দলের ব্যাটারদের ওপর অনেক আস্থা। যে কারণে, প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফিল্ডিং করব তামিম ইকবালদের ফরচুন বরিশাল।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।