হঠাৎ বিদায় বললেন ভারতীয় পেসার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ভারতের হয়ে ১৮ ম্যাচ খেলা বরুন অরুন। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে অবসর ঘোষণা করেন ৩৫ বছর বয়সী এই পেসার।

২০১০-১১ মৌসুমে বিজয় হাজারে ট্রফির ফাইনালে ১৫৩ কিলোমিটার/ঘণ্টা গতিতে বল করে আলোচনায় এসেছিলেন বরুন। ২০১১ সালের অক্টোবরে জাতীয় দলে অভিষেক হয়।

ভারতের হয়ে ৯টি করে টেস্ট আর ওয়ানডে খেলেছেন বরুন। দুই ফরম্যাট মিলিয়ে উইকেট শিকার ২৯টি (টেস্টে ১৮ আর ওয়ানডেতে ১১)। আইপিএলে ৫টি দলের হয়ে খেলেছেন, নিয়েছেন ৪৪ উইকেট।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।