খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

চলতি বিপিএলে এখন পর্যন্ত হারেনি খুলনা টাইগার্স। তবে ম্যাচও বেশি খেলেনি; মাত্র ২টি। ২টিতেই জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। আজ শুক্রবার ছুটির দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হয়েছে খুলনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতেছেন খুলনার কাপ্তান মিরাজ। টস জিতে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়কে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

রাজশাহী এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে। সর্বশেষ ২ ম্যাচেও হেরেছে বিজয়ের দল।

 

দুর্বার রাজশাহী একাদশ

মোহাম্মদ হারিস, জিশান আলম, এনামুল হক বিজয় (অধিনায়ক), ইয়াসির আলী, রায়ান বার্ল, আকবর আলী (উইকেটরক্ষক), সোহাগ গাজী, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, এস এম মেহেরব।

খুলনা টাইগার্স একাদশ

মোহাম্মদ নাইম, ইমরুল কায়েস, উইলিয়াম বসিস্টো, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, সালমান ইরশাদ, হাসান মাহমুদ।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।