তামিমের আচরণ ‘লজ্জাজনক’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে হেলসের বিদায়, আর ফিরবেন?
এবারের বিপিএল জার্নিটা শেষ করে ফেলেছেন অ্যালেক্স হেলস। গতকাল বৃহস্পতিবার খেলে ফেলেছেন বিপিএলের চলতি মৌসুমের শেষ ম্যাচ। ৬ ম্যাচের চুক্তিতে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা ইংলিশ তারকা বাংলাদেশ ছাড়ার আগে জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা।
বৃহস্পতিবার ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তর্কে জড়ান হেলস। তবে কী কারণে বিবাদে জড়িয়েছেন তারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ম্যাচ শেষে একটি বেসরকারি টেলিভিশনে বিষয়টি স্পষ্ট করেছেন হেলস।
তামিমের সঙ্গে তর্কে জড়ানোর বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন হেলস। ইংলিশ ব্যাটার জানান, তামিম তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন।
হেলস বলেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বললো- ‘‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। আমি জানি না কেনো সে এটাকে ব্যক্তিগতভাবে নিলো। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। এমন কিছু কথা বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। তাকে বলার কিছু নেই। যা খুবই লজ্জার ব্যাপার।’
তবে তামিমের সঙ্গে কী হয়েছে- তা মনে রাখতে চান না হেলস। তিনি বলেন- ‘এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।’
এবারের বিপিএল শেষ করেই হেলস যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে। বিপিএল থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস সেখানে কাজে লাগাবেন ইংলিশ তারকা।
শেষ দিকে বাজে অভিজ্ঞতা হলেও এবারের বিপিএল ভালোই কেটেছে হেলসের। ৬ ম্যাচে রান করেছেন ২১৮। হাঁকিয়েছেন একটি সেঞ্চুরিও (অপরাজিত ১১৩)। নিজের পারফরম্যান্স নিয়ে খুশি তিনি। পাশাপাশি দলের সাফল্যেও (৬ ম্যাচের সবগুলোতেই জয়) সন্তুষ্ট। বাকি ম্যাচগুলোতে নিজে না থাকতে পারলেও (শর্ত সাপেক্ষে) রংপুর এবার শিরোপা জিতবে সেটিও প্রত্যাশা করছেন হেলস।
ইংলিশ ব্যাটার বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার, আমি ব্যাটে রান পাচ্ছি। দলও দারুণ করছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক টানা ৬ ম্যাচ জেতা সত্যি অসাধারণ। দারুণ ১০টা দিন কাটিয়েছি। আমার মনে হয় স্কিলফুল বোলার আছে দলটায়। পেসার, স্পিনার, ব্যাটার সবাই ভালো ফর্মে আছে। এখানে আসলে ভালো লাগা কাজ করে। বিপিএলের মানও উন্নত হয়েছে। অন্য বিপিএলের তুলনায় এবার অনেক পেসার দেখছি। এর আগে স্পিনাররা রাজত্ব করতো। এখন ভালো স্পিনারের সাথে ভালো পেসারও আছে। ব্যাটার হিসেবে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে।’
হেলস কথা শেষ করেন সমর্থকদের ধন্যবাদ জানিয়ে। বলেন, ‘এটা চমৎকার। এখানকার সমর্থকরা বিশ্বের অন্যতম সেরা। তারা সব সময় আমাদের জন্য গলা ফাটায়। সমর্থন করে। সবাইকে ধন্যবাদ দিতে চাই।’
হেলস এবার যেভাবে খেলেছেন, তাতে সমর্থকদের নিশ্চয় চাওয়া তিনি রংপুরের হয়ে শেষ পর্যন্ত খেলুক। সেসব ভক্তদের জন্য বলা, চলতি বিপিএলেই ইংলিশ ব্যাটারের ফের রংপুরে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি হবে শর্ত সাপেক্ষে।
হেলসের ফেরার বিষয়ে জানতে রংপুরের মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনির সঙ্গে যোগাযোগ করে জাগোনিউজ। রনি জানান, গতকালের ম্যাচ শেষ করেই আরব আমিরাত চলে গেছেন হেলস।
সেখানে বিপিএলের মতো আইএল টি-টোয়েন্টিতেও প্রথম পর্বের খেলা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। যার সবগুলো ম্যাচই খেলার কথা হেলসের।
রনি জানান, গ্রুপের পর্বের খেলা শেষে যদি আরব আমিরাতে হেলসের দল কোয়ালিফাই করে, তাহলে তিনি আর বিপিএলে আসবেন না। আর যদি আইএল টি-টোয়েন্টিতে তার দল বাদ পড়ে যায়, এদিকে রংপুর কোয়ালিফার ও ফাইনালে যায়, তাহলে হেলস পুনরায় বিপিএলে আসবেন।
উল্লেখ্য, বিপিএলে কোয়ালিফায়ার-২ ও ফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৫ ও ৭ ফেব্রুয়ারি। উপরের দুটি শর্ত মিলে গেলে এই দুই ম্যাচে পুনরায় রংপুরের জার্সিতে দেখা যেতে পারে হেলসকে।
এআরবি/এমএইচ/এমএস