বিফলে থিকশানার হ্যাটট্রিক, বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের
হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে নেমে এসেছিল ৩৭ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৫ রানের বড় সংগ্রহ গড়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর আরও একবার ব্যাটিং দৈন্যতা দেখিয়েছে শ্রীলঙ্কা।
মাহিশ থিকশানার হ্যাটট্রিকটি বিফলেই গেছে ব্যাটারদের ব্যর্থতায়। ৩০.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে গেছে লঙ্কানদের ইনিংস। সফরকারী দল হেরেছে ১১৩ রানের বড় ব্যবধানে।
বৃষ্টিবিঘ্নিত এই ওয়ানডে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। এর আগে টি-টোয়েন্টি সিরিজও জেতে স্বাগতিক দল।
নিউজিল্যান্ড তাদের ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে মূলত দ্বিতীয় উইকেটে রাচিন রাবিন্দ্র আর মার্ক চ্যাপম্যানের ১১২ রানের জুটিতে। রাচিন ৬৩ বলে ৭৯ আর চাপম্যান ৫২ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বল সমান ৩৮ রান করেন ড্যারেল মিচেল।
৩৫তম ওভারের শেষ দুই বলে মিচেল স্যান্টনার আর নাথান স্মিথকে আউট করেন থিকশানা। এক ওভার পর বল হাতে নিয়ে লঙ্কান অফস্পিনার প্রথম বলেই শিকার করেন ম্যাট হেনরিকে, পূরণ করেন হ্যাটট্রিক। সবমিলিয়ে ৪৪ রানে ৪টি উইকেট পান থিকশানা।
জবাব দিতে নেমে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। উইল ও'ররকি-জ্যাকব ডাফিদের তোপে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন কামিন্দু মেন্ডিস। ৬৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি।
উইল ও'ররকি ৩১ রানে ৩টি আর জ্যাকব ডাফি ৩০ রানে শিকার করেন ২টি উইকেট।
এমএমআর/এমএস