রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

জয়ের আশায় জেসন রয়, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান ও মোহাদ্দেক হোসেন সৈকতকে নতুন করে একাদশে নিয়েছিল টানা তিন ম্যাচ পরাজিত হওয়া ঢাকা ক্যাপিটালস। ব্যাপক রদবদল এনেও কোনো লাভ হলো না শাকিব খানের দলের।

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫১ রান করেও ৪০ রানে হেরেছিল ঢাকা। আজ মঙ্গলবার সেই রংপুরের বিপক্ষেই ১৬.৩ ওভার ব্যাট করে ঢাকা গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে। টানা পঞ্চম জয় তুলে নিতে রংপুরকে করতে হবে ১১২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে বড় ইনিংস খেলতে পারেনি কেউ। সর্বোচ্চ ইনিংসটি ২০ রানের; তানজিদ হাসান তামিমের। গতকাল সোমবার ঢাকার দলে যোগ দেওয়া ইংলিশ ব্যাটার জেসন রয় করেছেন ১২ বলে ১৮ রান।

হাবিবুর রহমান ফিরেছেন ১২ বলে ১৪ রান করে। কয়েক বল নষ্ট করা ছাড়া কিছুই করতে পারেননি সাব্বির (৭ বলে ২)। প্রথম বলেই আউট হয়ে গেছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা।

বরাবরের মতেই ব্যর্থ লিটন দাস। নতুন বলে খেলতে পারেন না আজ নেমেছিলেন চার নম্বরে। ব্যাটিংঅর্ডার পরির্ব্তন করেও কোনা লাভ হলো না। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার বলে ক্যাচ হন আজিজুল হাকিম তামিমের হাতে। একাদশে নতুন করে যুক্ত হওয়া সৈকত থেমে গেছেন ৯ বলে ১২ রান করে।

আলাউদ্দিন বাবুর ১৬ বলে ১৬ রানের ইনিংসের উপর ভর করে ১০০ পার করে ঢাকা। ৫ বলে ১ রানে মোস্তাফিজুর রহমান আউট হলে শেষ হয় ঢাকার ইনিংস।

রংপুরের হয়ে বল হাতে ২১ রানে ৩ উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। ২টি করে উইকেট শিকার করেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।