রহমত শাহের সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল আফগানিস্তান
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে গিয়েছিলো আফগানিস্তান। জবাবে ২৪৩ রান করেছিলো জিম্বাবুয়ে। ৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আফগানিস্তান। তৃতীয় দিন শেষে আফগানদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৯১ রান। লিড হলো ২০৫ রানের।
দ্বিতীয় ইনিংসের শুরুতে দুই ওপেনারকে দ্রুত হারিয়ে বিপদে পড়েছিলো আফগানরা। ১ রানেই হারিয়ে বসে আবদুল মালিক। অন্য ওপেনার রিয়াজ হাসান ১১ রান করে আউট হয়ে যান, দলীয় ১৮ রানের মাথায়।
এরপর জুটি বাধেন রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহিদি। প্রথম টেস্টে এ দু’জনের ব্যাটে গড়ে উঠেছিলো রেকর্ড জুটি। তবে এ দু’জনের ব্যাটে মাত্র ২৫ রানের জুটি গড়ে উঠলো। ২৬ বলে ১৩ রান করে আউট হয়ে যান হাশমতউল্লাহ শহিদি।
এরপর আবারও মড়ক লেগেছিলো আফগান ইনিংসে। জিয়া-উর রহমান ৬ রানে আউট হয়ে যান। ৫ রান করে আউট হন আফসার জাজাই। শহিদুল্লাহর সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন রহমত শাহ।
৫৩ বলে ২২ রান করে আউট হয়ে যান শহিদুল্লাহ। এরপরই ইসমত আলমের সঙ্গে ১৩২ রানের জুটি গড়ে তোলেন রহমত শাহ। এরই মধ্যে ক্যারিয়ারে তৃতীয় টেস্ট সেঞ্চুরি করে বসেন তিনি। শেষ পর্যন্ত ২৭৫ বলে ১৩৯ রান করে আউট হয়ে গেলেন রহমত শাহ। দলীয় ২৬৮ রানে আউট হন তিনি।
দিন শেষে ২৩ রানের জুটি গড়ে উইকেটে রয়েছেন ইসমত আলম ৬৪ রানে এবং রশিদ খান ১২ রানে। ব্লেসিং মুজারাবানি ৭১ বলে ৪ উইকেট নেন, ২ উইকেট নেন রিচার্ড এনগারাবা।
আইএইচএস/