১৩ উইকেটের দিন, জমে উঠেছে বুলাওয়ে টেস্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ০৪ জানুয়ারি ২০২৫

জমে উঠেছে বুলাওয়েতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। টেস্টের দ্বিতীয় দিনেই পড়েছে ১৩ উইকেট। তুমুল লড়াই চলছে দুই দলের মধ্যে। যে লড়াইয়ে কিছুটা এগিয়ে স্বাগতিক দল।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে আফগানিস্তানকে ১৫৭ রানে অলআউট করার পর বিনা উইকেটে ৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। তবে শুরুর দিকেই তাদের টপ অর্ডার ভেঙে পড়ে। ৪১ রানে হারায় ৪ উইকেট।

সেখান থেকে ক্রেইগ আরভিন (৭৫) এবং সিকান্দার রাজার (৬১) হাফসেঞ্চুরি এবং চোটগ্রস্ত শন উইলিয়ামসের ৪৯ রানের ইনিংস জিম্বাবুয়েকে ৮৬ রানের লিড এনে দেয়।

এরপর জিম্বাবুয়ে আফগানিস্তানের তিন ব্যাটারকে আউট করে। ব্লেসিং মুজারাবানি দুটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৪৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। এখনও ৪০ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।