মারকুটে ব্যাটিংয়ে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

বিপিএলের ১১তম সংস্করণের প্রথম সেঞ্চুুরির দেখা মিললো আজ শুক্রবার। টুর্নামেন্ট শুরুর পঞ্চম দিনে শতকটি হাঁকিয়েছেন চিটাগং কিংসের ব্যাটার উসমান খান। পাকিস্তানি এই ব্যাটারের সেঞ্চুরিটি ছিল দেখার মতোই। দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নেমে মাত্র ৪৮ বলে তিন অংকের ম্যাজিক সংখ্যায় পৌঁছে গেছেন তিনি।

শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামে কিংস। ওপেনার পারভেজ হোসেন ইমন ২ বলে শূন্য রানে আউট হলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে দুর্দান্ত জুটি করেন উসমান। ১২০ রানের জুটি করার পথে দুজনেই খেলেন মারকুটে ভঙ্গিতে। ক্লার্ক উইকেটে থাকতেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন উসমান। এরপর ২৫ বলে ৪০ রান করে আউট হন ক্লার্ক। তবে উইলোবাজি করেই যান উসমান।

তৃতীয় উইকেটে কিংস অধিনায়ক মোহাম্মদ মিথুনকে নিয়ে আবারও জুটি করেন উসমান। অবশেষে হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরিও। ইনিংসের ১৪তম ওভারে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। ১১ চারের সঙ্গে ৫ ছক্কা মেরে দর্শকদের উচ্ছ্বসিত করেন বিপিএলের প্রথম সেঞ্চুরি উপহার দিয়ে।

বিপিএল ক্যারিয়ারে এটি উসমান খানের দ্বিতীয় সেঞ্চরি। পাকিস্তান জাতীয় জার্সিতে ভালো না করতে পারলেও বিপিএল ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতিয়ে যাচ্ছেন ঠিকই।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।