কেপটাউন টেস্ট

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে তারা। ফলে সিরিজের দ্বিতীয় ও টেস্টটি তাদের জন্য ততটা গুরুত্ববহ নয়।

পাকিস্তানের জন্য আবার ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা এই টেস্ট হারলে তারা হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে।

এই টেস্টে মাত্র ১৮ বছর ২৭০ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে কোয়েনা মাফাকার।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।