শেরে বাংলায় টিকিট না পেয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

টিকিট বিক্রি নিয়ে গোলযোগ থামছেই না। ৩০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচের আগে টিকিট না পেয়ে শেরে বাংলার মূল প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন শতাধিক দর্শক।

আজ বৃহস্পতিবার আবারও টিকিট না পেয়ে জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেছেন দর্শকরা। ঢুকতে না পেরেই ক্ষান্ত হননি তারা। শেরে বাংলা স্টেডিয়ামের পূর্ব দিকের সুইমিং পুলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

শেরে বাংলায় টিকিট না পেয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শেরে বাংলার পূর্ব দিকে অবস্থিত সুইমিং পুলের পাশে টিকিট বিক্রির অস্থায়ী বুথে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই অস্থায়ী বুথে ৩১ ডিসেম্বর পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে। অসমর্থিত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালেও সেই বুথে টিকিট বিক্রি হয়। তা দেখে ও জেনে বেলা ১২টার দিকে কিছু দর্শক টিকিট কিনতে যান। কিন্তু তখন টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

শেরে বাংলায় টিকিট না পেয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

টিকিট না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ দর্শকরা ৫ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর ওই দর্শকরা অস্থায়ী বুথ ভেঙে ফেলেন এবং পাশে থাকা সুইমিং পুলে ভাঙচুর চালান। এক পর্যায়ে তারা বুথে আগুন লাগিয়ে দেন। পাশেই ফায়ার সার্ভিস অফিস থাকায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়।

এআরবি/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।