শেরে বাংলার মরা পিচে চার-ছক্কার প্রদর্শনী দেখে খুশি সমর্থকরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

পুরো আয়োজনে আছে বেশ কিছু নতুনত্ব। যার সব কটাই জুলাই-আগস্ট জনতার আন্দোলনের সাথে সাযুজ্যপূর্ণ। বিপিএলে আগে কখনই যা ছিল না, সেই ‘মাসকট’ও তৈরি করা হয়েছে এবার।

আন্দোলনের ৩৬ দিনকে স্মরণ করে এবারের বিপিএলের মাসকট-এর নামকরণ করা হয়েছে ‘ডানা ৩৬।’ এছাড়া বিপিএলের পুরনো থিম সং পাল্টে এবার নতুন থিম সং রচিত হয়েছে। যে থিম সংয়ের একটি অন্তরার রচয়িতা ও লেখক অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুস।

এছাড়া শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভেতর ও বাইরের দেয়ালগুলোয় জুলাই-আগস্ট আন্দোলনের চিত্র প্রতিবিম্বিত হচ্ছে। এর বাইরে জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধর স্মৃতি জাগরুক রাখতে গ্যালারিতে শহীদ মুগ্ধ কর্নার নামকরণে দর্শকদের জন্য বিনামূল্যে পানি সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। যা বিনামূল্যে দিচ্ছে বিশুদ্ধ পানীয় জল বাজারজাতকারী প্রতিষ্ঠান পুষ্টি।

এত নতুনত্বের সংযোজন অবশ্যই সাধুবাদ পাওয়ার মত ব্যাপার। এর বাইরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যা দেখে সন্তুষ্ট সবাই। তাহলো শেরে বাংলার মরা পিচে রানের বাণ ডেকেছে। প্রতি খেলাতেই রান হচ্ছে প্রচুর।

হোম অফ ক্রিকেটের পিচ বরাবরই স্লো এবং লো। রান খরায় ভোগে, স্কোরলাইনও থাকে ছোট। তবে এবার শেরে বাংলার ভিন্ন রুপ। উইকেটের চেহারা না পাল্টালেও আচরণ, চরিত্র ও প্রকৃতি বদলেছে অনেকটাই। আগের সেই ঠেলা গাড়ির গতি, নিচু বাউন্স নেই। বল ব্যাটে আসছে। ততটা নিচু থাকছে না। যে কারণে ব্যাটাররা স্বচ্ছন্দে শটস খেলতে পারছেন। চার ও ছক্কা হাঁকাচ্ছেন প্রচুর।

বিপিএলের প্রথমদিন, সোমবার দুটি আর আজকের (মঙ্গলবার) প্রথম ম্যাচসহ তিন ম্যাচেই রান উঠেছে প্রচুর। সোমবার ফরচুন বরিশাল আর দূর্বার রাজশাহীর প্রথম ম্যাচের স্কোরলাইন ছিল ১৯৭ ও ২০০। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটালসের মধ্যে রান উঠেছে; ১৯১ ও ১৫১। আর আজ (মঙ্গলবার) খুলনা টাইগার্স ও চিটাগাং চ্যালেঞ্জার্স ম্যাচের প্রথম ইনিংসে ২০৩ রান করেছে মেহেদি হাসান মিরাজের খুলনা। জবাবে শামীম পাটোয়ারির উত্তাল উইলোবাজিতে ১৬৬ রান করেছে চিটাগাং।

চার ও ছক্কার নহর বইছে শেরে বাংলায়। একটি উদাহরণই যথেষ্ঠ। প্রথমদিন দুটি (প্রথমটিতে ২৯, দ্বিতীয়টিতে ১৩) আর আজ (মঙ্গলবার) প্রথম ম্যাচ (২৪ টি) মিলে ছক্কা হয়েছে মোট ৬৬টি। তিন ম্যাচের গড় স্কোর হলো ১৮৫। কোনরকম ইতিহাস ও পরিসংখ্যান না ঘেঁটেই বলে দেয়া যায় বিপিএলের প্রথম দুইদিন গড়পড়তা এত রান ওঠার রেকর্ড নেই কখনো।

ইতিহাস ও পরিসংখ্যান না ঘেটে বলে দেয়া যায়, বিপিএলের শুরুতে হোম অব ক্রিকেটে আগে কখনোই এত ছক্কার দেখা মেলেনি। যে কেউ একটু বেশি সময় উইকেটে থেকে তারপর বিগ হিট নিতে চাইলেই নিতে পারছেন। ছক্কা হাঁকাতে পারছেন অবলীলায়।

উদ্বোধনী ম্যাচে পরাজিত দূর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বি একাই হাঁকিয়েছেন ৮ ছক্কা। এছাড়া রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয় ৫টি, বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ ৪ এবং পাকিস্তানী পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ ৭ ছক্কায় মাঠ গরম করে রাখেন।

মঙ্গলবার প্রথম খেলায় খুলনার মহিদুল ইসলাম অঙ্কন ৬টি এবং পরাজিত চিটাগাংয়ের শামীম পাটোয়ারির ব্যাট থেকে এসেছে ৫ ছক্কা।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।