প্রথম ম্যাচে ব্যর্থ তামিম-শান্ত, হতাশ করলেন আলোচিত জিসানও
ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচে দুটি ফিফটি করেছেন। সবশেষ ইনিংসটি বিধ্বংসী, ৫৪ বলে ৯১ রানের। মাঝে অনেকটা সময় মাঠের বাইরে থাকা তামিম ইকবাল বিপিএলেও দারুণ করবেন, এমন আশায় ছিলেন ভক্ত-সমর্থকরা।
আশায় গুঁড়েবালি। ফরচুন বরিশাল অধিনায়ক প্রথম ম্যাচে হতাশই করেছেন। দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫ বলে ১ ছক্কায় ৭ রান করে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম।
ব্যর্থতার পরিচয় দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি গোল্ডেন ডাকে (১ বলে ০) ফেরেন জিশান আলমের বলে এলবিডব্লিউ হয়ে।
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না শান্ত। এনসিএল টি-টোয়েন্টিতে ফিরে বেশ ভালোই করেছেন। সবশেষ ইনিংসেও করেছিলেন ৪৮ বলে ৭৮ রান; কিন্তু বিপিএলে প্রথম ম্যাচে রান পেলেন না।
এদিকে এনসিএল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নিয়মিত ঝড় তুলে আলোচনায় আসা তরুণ জিসান আলমও ব্যর্থ নিজের প্রথম ম্যাচে। ইনিংস ওপেন করতে নেমে কাইল মায়ার্সের বলে তিনি বোল্ড হন ২ বলে শূন্য করেই।
পরে অবশ্য পার্টটাইম অফব্রেকে গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়েছেন। ১ ওভার বল করে ৬ রানে শান্তর উইকেটটি শিকার করেন জিসান।
এমএমআর/আইএইচএস/