উদ্বোধনী ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

ডামাঢোল বাজিয়ে শুরু হয়ে গেল বিপিএল। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।

উদ্বোধনী ম্যাচে টস জিতেছে বরিশাল। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন এনামুল হক বিজয়ের রাজশাহীকে।

দুর্বার রাজশাহী একাদশ
মোহাম্মদ হারিস, এনামুল হক বিজয় (অধিনায়ক), জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহেরাব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, হাসান মুরাদ।

ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, তানভির ইসলাম ও রিপন মন্ডল।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।