১৩ বছর পর মেলবোর্নে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

মেলবোর্নে নাটকীয়তা আর উত্থান-পতনের টেস্টে ভারতকে ১৮৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৩ বছর পর ভারতকে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট হারালো অসিরা। এর আগে সর্বশেষ ২০১১ সালে ভারতীয়দের হারিয়েছিল অস্ট্রেলিয়া।

দুর্দান্ত জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেেলিয়া।

মেলবোর্নে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৪০ রান। কিন্তু দিনের শেষ সেশনে নাটকীয় ব্যাটিংধসে ১৫৫ রানে গুটিয়ে গেছে ভারত।

পঞ্চম দিনের শেষ সেশন ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ৩৪ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত।

৩ উইকেটে ১১২ রান নিয়ে চা বিরতিতে যায় ভারত। ম্যাচের তখনকার পরিস্থিতি দেখে মনে হয়েছে, শেষমেশ ম্যাচ ড্র হবে। কারণ, ওই সময় ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি করে খেলছিলেন যসশ্বী জয়সওয়াল ও রিশাভ পান্ত। অস্ট্রেলিয়ার চোখেমুখে তখন হতাশা।

কিন্তু বিরতি থেকে এসেই আউট হয়ে গেলেন পান্ত। অস্ট্রেলিয়ার পার্টটাইম বোলার ট্রাভিস হেডের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে মিচেল মার্শের হাতে ক্যাচ হন তিনি। ১০৪ বলে ৩০ রান করেন পান্ত।

পান্তের আউটের পর আর কেউ দাঁড়াতেই পারেনি। একপ্রান্তে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখছিলেন যসশ্বী জয়সওয়াল।

বরীন্দ্র জাদেজা ও নিতীশ কুমার রেড্ডির পর জয়সওয়াল নিজেও আউট হয়ে যান। বাঁহাতি ওপেনারের ২০৮ বলে ৮৪ রানের লড়াকু ইনিংসটা কোনো কাজে আসলো না ভারতের। প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনের অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন তিনি।

এরপর আকাশ দীপ (১৭ বলে ৭), জাসপ্রিত বুমরাহ (৮ বলে ০) ও মোহাম্মদ সিরাজ (২ বলে ০) দ্রুত ফিরলে অবিশ্বাস্য জয় পায় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২৩৪ (লাবুশেন ৭০, কামিন্স ৪১, লায়ন ৪১, খাজা ২১; বুমরা ৫/৫৭, সিরাজ ৩/৭০, জাদেজা ১/৩৩)।

ভারত: ৩৬৯ ও ৭৯.১ ওভারে ১৫৫ (জয়সোয়াল ৮৪, পন্ত ৩০, রোহিত ৯, আকাশ ৭; কামিন্স ৩/২৮, বোল্যান্ড ৩/৩৯, লায়ন ২/৩৭, হেড ১/১৪, স্টার্ক ১/২৫)

ফল: অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী।

ম্যাচসেরা: প্যাট কামিন্স

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।