বিপিএলে প্রতিদিন বাইক জেতার সুযোগ, দেখে নিন নিয়ম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) জমজমাট করতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে মিউজিক ফেস্টে মাতোয়ারা হয়েছেন দর্শকরা। এবার থাকছে আরও এক আকর্ষণ। বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজে আজ সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে, এবারের বিপিএলে প্রতিদিন ম্যাচ ডে’তে একটি করে ই-বাইক জেতার সুযোগ থাকছে মাঠে আসা দর্শকদের জন্য।

এবারের বিপিএলে বিনামূল্যে পানি পানের বুথ করার কথা আগেই শোনা গিয়েছিল। এবার দর্শকদের জন্য এলো আরও বড় চমক। লিগ পর্বের প্রতিটি ম্যাচডেতে একজন করে দর্শক জিতবেন রেভো ইলেকট্রিক বাইক।

তবে শর্ত হলো, দিনের দ্বিতীয় খেলা শুরুর আগেই মাঠে ঢুকতে হবে দর্শকদের। তাদের মধ্য থেকে র‍্যাফল ড্রয়ের মাধ্যমে একজন সৌভাগ্যবান বিজয়ীকে খুঁজে নেওয়া হবে।

প্লেঅফ পর্বে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিন দুজন বিজয়ীকে দেওয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন তিনজনকে র‍্যাফল ড্র’র মাধ্যমে ই-বাইক দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।