১৪৮ রানের লক্ষ্য দিয়েও জয়ের আশা জাগিয়ে রেখেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

জমে উঠেছে সেঞ্চুরিয়ান টেস্ট। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৪৮ রানের লক্ষ্য দিতে পেরেছে পাকিস্তান। কিন্তু এই পুঁজি নিয়েও জয়ের স্বপ্ন দেখছে সফরকারী দল। ৯৯ রানেই যে প্রোটিয়াদের ৮ উইকেট তুলে নিয়েছে পাকিস্তান। এর মধ্যে মোহাম্মদ আব্বাসেরই শিকার ৬ উইকেট।

নবম উইকেটে অবশ্য ১৭ রান যোগ করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ধরে রেখেছেন মার্কো জানসেন আর কাগিসো রাবাদা। ৮ উইকেটে ১১৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে দুই দল। ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ২ উইকেট আর দক্ষিণ আফ্রিকার ৩২ রান।

টেস্ট ক্রিকেটে এর চেয়েও কম লক্ষ্য দিয়েও জয়ের রেকর্ড আছে পাকিস্তানের। সেটা কোনো ছোটখাটো দলের বিপক্ষে নয়। ২০১২ সালে আবুধাবিতে ইংল্যান্ডকে ১৪৫ রানের টার্গেট দিয়েছিল আনপ্রেডিক্টেবলরা। ইংলিশদের মাত্র ৭২ রানে গুটিয়ে ৭১ রানের জয় তুলে নেয় সেবার।

এছাড়া ১৬৮ রানের লক্ষ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৪৫ রানে গুটিয়ে দেওয়ার রেকর্ড আছে পাকিস্তানের। সেটা ১৯৮৭ সালে বেঙ্গালুরুতে ভারতেরই মাটিতে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।