ঢাকায় পা রেখেই বাংলায় কথা বললেন শহিদ আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর এবার বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। প্রায় ১১ বছরের বিরতি দিয়ে বিপিএলে আবারও যুক্ত হয়েছে দলটি। শুরুতেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলভুক্ত করে চমক দেখায় তারা।

তারপর জানা যায়, এবারের আসরে চট্টগ্রাম কিংসের মেন্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন শহিদ আফ্রিদি। মাস দুয়েক আগেই সে খবর ছড়িয়ে পড়ে।

এবার কথামতো ঠিক ঢাকায় পৌঁছে গেলেন পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার। বিপিএলে চট্টগ্রাম কিংস শিবিরে যোগ দিতে যাওয়া আফ্রিদি আজ রোববার ঢাকায় পা রেখেই ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’

বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন আফ্রিদি। পরের আসরগুলোয় সিলেট সুপারস্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন।

সব মিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার। বল হাতে আফ্রিদি শিকার করেছেন ৫৭ উইকেট।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।