অ্যামেচার ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

সেনা কল্যাণ সংস্থাকে ১৪২ রানে হারিয়ে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে ব্র্যাক ব্যাংক সংগ্রহ করে ৩০১ রানের বিশাল স্কোর। জবাব দিতে নেমে ১৫৯ রানে অলআউট হয়ে যায় সেনা কল্যাণ সংস্থা।

টস জিতে ব্র্যাক ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় সেনা কল্যাণ সংস্থা। দ্বিতীয় ও চতুর্থ ওভারে দুই উইকেট হারালেও ব্র্যাক ব্যাংককে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এহসান বণিক। ৮৫ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন এ ওপেনার। ১২ বাউন্ডারি এবং এক ওভার বাউন্ডারিতে সমৃদ্ধ ছিল ইনিংসটি।

শাহরিয়ার ইসলামের ৪৯ বলে ৭৩ রানের ইনিংস ব্র্যাক ব্যাংককে বিশাল সংগ্রহ করতে সহায়তা করেছে। ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় সমৃদ্ধ ছিল এ ইনিংস। শেষ দিকে তৌহিদুল ইসলাম ২৩ বলে ৪১ এবং অমিত ঘোষ ৯ বলে ২৩ রান করে ইনিংস ব্র্যাক ব্যাংকের সংগ্রহকে ৩০০ রানের (৩০১) ওপরে নিয়ে যান।

জবাবে ১৫৯ রানে গুটিয়ে যায় সেনা কল্যাণ সংস্থার ইনিংস। ওয়ালিউজ্জামান নয়ন সর্বোচ্চ ৪৭ রান করেন। মারুফ হোসেনের ব্যাট থেকে আসে ৪৪ রান। বারিউল মুসাব্বির প্রীতম করেছেন ৩৫ রান। ব্র্যাক ব্যাংকের শেখ আবু সাঈদ ৩২ রানে চার উইকেট নিয়েছেন। এহসান বণিক ম্যাচসেরার স্বীকৃতি পান।

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের ডিরেক্টর সাইফুল ইসলাম, গ্রিণ কেয়ার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমডোর (অব.) আলাউদ্দিন, করপোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর (অব.) ইমরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।