বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নাম লেখালো এনসিএল টি-টোয়েন্টি ফাইনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৫ ডিসেম্বর ২০২৪

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শেষ হলো মঙ্গলবার। যেখানে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

লো স্কোরিং এই ফাইনালে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল নাইম শেখের ঢাকা মেট্রো। এতেই রেকর্ডবইয়ে নাম উঠেছে এনসিএল টি-টোয়েন্টি ফাইনালটি।

রংপুরের পেস আক্রমণ, যার নেতৃত্বে ছিলেন আলাউদ্দীন বাবু এবং মুকিদুল ইসলাম মুগ্ধ, ঢাকা মেট্রোর ব্যাটিং লাইন-আপকে মাত্র ৬২ রানে অলআউট করে ফেলে। এই স্কোরটি এখন বিশ্বক্রিকেটের টি-টোয়েন্টি ফাইনালে তৃতীয় সর্বনিম্ন রান হিসেবে রেকর্ড হয়ে গেছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে জিম্বাবুয়ের একটি ঘরোয়া ম্যাচে ইগলস দল মাত্র ১৬ রানে অলআউট হয়েছিল। এটি এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফাইনালের সর্বনিম্ন রান হিসেবে রেকর্ড। এরপর, একই বছর শ্রীলঙ্কার ব্লুমফিল্ড দলও একটি টি-টোয়েন্টি ফাইনালে মাত্র ৫৪ রান করে অলআউট হয়।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।