বিস্ফোরক দাবি হরভজনের

বাদ পড়বেন জেনেই অবসর নিয়েছেন অশ্বিন!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৪ ডিসেম্বর ২০২৪

হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন? ভারতের সাবেক স্পিনার হরভজন সিং তেমনটা মনে করেন না। তার মতে, বুঝেশুনেই সরে গিয়েছেন এই অফস্পিনার।

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অশ্বিনকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। তিনি অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচটি খেলেছিলেন, কিন্তু তৃতীয় টেস্টের জন্য ফের বেঞ্চে ছিলেন। ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টে খেলেছিলেন এবং গ্যাবায় একমাত্র স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে দলে ছিলেন রবীন্দ্র জাদেজা।

দৈনিক জাগরণকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন জানান, ভারতের ইংল্যান্ড সফরের জন্য যেই দুই স্পিনারকে বাছাই করা হবে, তাদের মধ্যে অশ্বিনের নাম থাকবে না। সেই কারণে এই অভিজ্ঞ স্পিনার অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। অশ্বিন বুঝেছিলেন তার জন্য খেলাকে বিদায় জানানোর সময় এসেছে।

হরভজন সিং বলেন, ‘তাদের সিদ্ধান্তে আমি হতবাক। চলমান সিরিজের মাঝখানে এত বড় সিদ্ধান্ত আসাটা অবশ্যই বিস্ময়কর। সম্ভবত আমরা তাকে সিডনি এবং মেলবোর্নে দেখতে পাব বলে আশা করছিলাম। কারণ সেখানে স্পিনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের উচিত তার সিদ্ধান্তকে সম্মান করা। ও নিশ্চয়ই খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। সে অনেক বড় বোলার। আমি তার কৃতিত্বকে কুর্নিশ জানাই। সে একজন ম্যাচ উইনার বোলার। সে ভারতের হয়ে অনেক ম্যাচ জিতেছে। আমি তার ভবিষ্যতের জন্য শুভ কামনা করি।’

হরভজন মনে করেন, অশ্বিন বুঝতে পেরেছিলেন ম্যানেজমেন্ট তার থেকে এই মুহূর্তে ওয়াশিংটন সুন্দরকে বেশি প্রাধান্য দিচ্ছে। তিনি বলেন, ‘এদিক-ওদিক থেকে যা শুনছি, তাতে হয়তো অশ্বিন বুঝতে পেরেছিল তার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে প্রাধান্য দেওয়া হবে। ইংল্যান্ডে পাঁচটি ম্যাচ খেলতে হবে, যেখানে মাত্র দু’জন স্পিনার যাবে, সেই স্পিনার কারা হবে, এমন অনেক কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি শুধু বলতে পারি এই সিদ্ধান্তটি তার পক্ষে এত সহজ ছিল না।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।