ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই জন্ম নবজাতকের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানের সিরিজের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়ম রক্ষার। ব্যাট-বলের ধুমধাড়াক্কা লড়াইয়ে টানা তৃতীয় ম্যাচ জিতে প্রোটিয়াদের ধবলধোলাই করেছে পাকিস্তান। যেটি কি না ঘরের মাঠে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা স্বাগতিকদের।

ব্যাট-বলের লড়াই ছাড়াও জোহানেসবার্গের এই ম্যাচ আলাদাভাবে স্মরণীয় হয়ে থাকবে অন্য কারণে। এই ম্যাচ চলাকালীন ওয়ান্ডারার্সের গ্যালারি ও মেডিকেল সেন্টারে এমন দুটি ঘটনা ঘটে, যা ভীষণ চমকপ্রদ।

জোহানেসবার্গের ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থাকে একটি রোমান্টিক প্রপোজাল ও নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার। ম্যাচের মধ্যেই স্কোরবোর্ডে সুখবর দেওয়া হয় স্টেডিয়ামের মেডিকেল সেন্টারে এক শিশুসন্তানের জন্মের। পুত্রসন্তানের জন্মের পরে অভিনন্দন জানানো হয় রাবেং দম্পতিকে।

এর পাশাপাশি এক যুগলের এনগেজড হওয়ার ছবিও দেখা যায় ওয়ান্ডারার্সে। এক যুবকের হাঁটু গেড়ে বসে প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় স্টেডিয়াম চত্বরেই। বলা বাহুল্য, প্রস্তাবে সানন্দে সম্মত হতে দেখা যায় তার সঙ্গিনীকে।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।