শুক্রবার তৃতীয় টি-২০

হারে শুরু বছরের শেষটা কি রঙিন হবে জয়ে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪

দেখতে দেখতে বছর শেষ হয়ে এলো। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব কষলে আর মাত্র ১২ দিন পরই ইতি ঘটবে ২০২৪ সালের। তার আগে আগামীকাল ২০ ডিসেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সেন্ট ভিনসেন্টে টিম বাংলাদেশ বছরের শেষ ম্যাচটি খেলবে।

কাকতালীয়ভাবে টাইগারদের এ বছর শুরু হয়েছিল টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই। সেটা ছিল ৪ মার্চ সিলেটে। শ্রীলঙ্কার কাছে ওই ম্যাচে ৩ রানে হার দিয়ে ২০২৪-এ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এবার শেষটায় কী হবে? জয়ে রাঙাতে পারবে টাইগাররা?

শুক্রবার জয় পেলে টিম বাংলাদেশের আরও একটি বড় সাফল্য ধরা দেবে। তাহলো, ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা।

বলার অপেক্ষা রাখে না, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের আগে কখনই ‘বাংলাওয়াশ’ করা সম্ভব হয়নি। টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের হোয়াইটওয়াশ করার কৃতিত্বই খুব কম।

ইতিহাস জানাচ্ছে, বাংলাদেশ এর আগে ৩ বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে সব ম্যাচ হারিয়ে ধবলধোলাই করেছে মাত্র দুইবার, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আর ২০২৩ সালে ইংল্যান্ডের সাথে।

২০১২ সালের জুলাই মাসে আয়ারল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের সিরিজে সব খেলায় জিতেছিল টাইগাররা। আর এ বছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়ের রেকর্ড আছে টিম বাংলাদেশের।

এছাড়া গত বছর দেশের মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘বাংলাওয়াশ’ করার কৃতিত্ব দেখায় টাইগাররা।

দেশের বাইরে হিসেব করলে, আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার কৃতিত্বটিই প্রথম এবং একমাত্র। এক যুগ পর আবার সেই অধরা কৃতিত্বের হাতছানি টাইগারদের সামনে। আগামীকাল শুক্রবার ক্যারিবীয়দের বিপক্ষে জিতে লিটন দাসের দল কি সেই সুখস্মৃতির পুনরাবৃত্তি ঘটাতে পারবে?

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।