লঙ্কান টি-টেন লিগ

বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে জেতালেন বোলিংয়ে নিষিদ্ধ সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। ফলে লঙ্কান টি-টেন লিগেও বল করতে পারছেন না এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার।

তবে ব্যাটার সাকিবও যে একা হাতে দলকে জেতাতে পারেন, দেখিয়ে দিলেন। আজ (বুধবার) লঙ্কান টি-টেন সুপার লিগে সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যান্ডি বোল্টসকে ৬ উইকেটে হারিয়েছে গল মার্ভেলস।

এটি ছিল এলিমিনেটর ম্যাচ। এই জয়ে কোয়ালিফায়ারে নাম লিখিয়েছে গল মার্ভেলস। টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে ক্যান্ডি বোল্টসের।

টস জিতে প্রথমে ক্যান্ডিকে ব্যাটিংয়ে পাঠায় গল। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ক্যান্ডি। স্কটিশ জর্জ মুনসে ২৭ বলে ৫ চার আর ৪ ছক্কায় খেলেন ৬১ রানের ইনিংস। ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ৩০ করেন দিনেশ চান্দিমাল।

জবাবে সাকিবের বিধ্বংসী ব্যাটে ৮.৪ ওভারেই জয় তুলে নেয় গল। ৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন সাকিব। এর আগে ভানুকা রাজাপাকসে করেন ২১ বলে ৪২।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।